Nabadhara
ঢাকাশুক্রবার , ৭ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

জামালপুর মেলান্দহে নির্বাচনী মনোনয়ন বঞ্চিত নেতার সমাবেশের কারণে স্কুল বন্ধ

Link Copied!

মোঃ রুহুল আমিন রাজু,মেলান্দহ(জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মেলান্দহ উপজেলার বেলতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বেলতৈল উচ্চ বিদ্যালয়ে এক নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়।

বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাদিকুর রহমান সিদ্দিকী শুভ, যিনি জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়ন প্রার্থনা করছেন, তার সমাবেশে উপস্থিত হন স্থানীয় কিছু বিএনপি সমর্থক কর্মীবৃন্দ।

মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সিদ্দিকী ওই দিন হেলিকপ্টারযোগে ঢাকা থেকে এসে সমাবেশে যোগ দেন। তবে তার এই নির্বাচনী প্রচারণার কারণে এলাকার দুই বিদ্যালয়ের ক্লাস বন্ধ রাখা হয়।

বেলতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া জানান,আজ আমাদের স্কুল ৪টা পর্যন্ত ছিল, তবে ক্লাস বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ এখানে নেতার সমাবেশ হবে। অন্যদিকে, বেলতৈল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রাকিব জানান, “আমাদের স্কুল সাধারণত সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে, কিন্তু আজ নেতার সমাবেশের কারণে ক্লাস বন্ধ রাখা হয়েছে।”

এ বিষয়ে বেলতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলেয়া খাতুন বলেন, নেতা আসবেন এবং মাঠে সমাবেশ হবে বলে মাইকের শব্দের কারণে শিক্ষার্থীরা মনোযোগ দিতে পারছিল না, তাই ক্লাস বন্ধ করা হয়েছে।

বেলতৈল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান জানান, সামনে পরীক্ষা, তাই আমরা আজ সকাল সাড়ে ১০টা থেকে ১টা ২০ মিনিট পর্যন্ত ক্লাস নিয়েছি। তবে সমাবেশের কারণে পাঠদান সীমিত করতে হয়েছে।

এই ঘটনা এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনা সৃষ্টি করেছে, বিশেষত বিদ্যালয়গুলোতে পাঠদান কার্যক্রমে বাধা সৃষ্টি হওয়ার কারণে। তবে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান,আমাদের বেলতৈল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান একজন আওয়ামী লীগের নেতা হওয়ায় ইতিপূর্বে যেমন খুশী মন গড়া ভাবে শিক্ষা প্রতিষ্ঠান চালিয়েছেন বর্তমানেও তিনি সরকারি কোন প্রকার নিয়ম নীতি না মেনে এখনো মনগড়া ভাবে স্কুল পরিচালনা করে আসছেন। এখানে যেন কোন প্রকার সরকারি নিয়ম নীতিকে তোয়াক্কা করা হয় না ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।