হাসান শাহরিয়ার পল্লব,পত্নীতলা(নওগাঁ)প্রতিনিধি
নওগাঁর পত্নীতলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উপজেলা ও নজিপুর পৌর শাখার আয়োজনে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর ) বিকেল ৪ ঘটিকায় নজিপুর সরদারপাড়া বিএনপির দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালিবের করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
নজিপুর পৌর সাংগঠনিক সম্পাদক আকিব জাবেদ মিজানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভীন পলি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো.মোকসেদুল হক সিরি এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো.নজরুল ইসলাম ও মো.রমজান আলী সরদার,পৌর বিএনপির সভাপতি মো.মামুন হোসেন,সাধারণ সম্পাদক বায়েজিদ রায়হান শাহীন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
উপজেলা মহিলা দলের সভানেত্রী মরিয়ম বেগম শেফা,নজিপুর পৌর মহিলা দলের সভানেত্রী মাহফুজা খাতুন প্রমুখ।
উক্ত আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের গৌরব ও ইতিহাস নিয়ে আলোচনা করেন।

