রাজশাহী প্রতিনিধি
মেধাবী শিক্ষার্থীদের অনুপ্রানিত করতে শিক্ষাবৃত্তির ব্যবস্থায় স্কলারস্ ওয়েলফেয়ার ট্রাস্টের
রাজশাহীতে রেজিস্টেশনকৃত প্রায় ১৬০০ শিক্ষার্থীদের নিয়ে মসজিদ মিশন একাডেমি স্কুল এন্ড কলেজ, দামকুড়া হাট উচ্চ বিদ্যালয় ও নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো “স্কলারস্ ওয়েলফেয়ার ট্রাস্ট রাজশাহী বৃত্তি প্রকল্প-২০২৫”।
শুক্রবার (৭ নভেম্বর) সকাল ১০টা থেকে ১১:৩০ পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষায় শহরের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
বৃত্তি প্রকল্প পরিক্ষাটি মোট ৮০ নম্বরের MCQ পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে। ১ ঘন্টা ৩০ মিনিটের পরিক্ষায় প্রতি প্রশ্নের মান ছিলো ১ নম্বর যেখানে নেগেটিভ মার্ক ছিলো না। ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণীর ক্ষেত্রে ছিলো তাদের নিজস্ব পাঠ্য বইয়ের বার্ষিক সিলেবাসের বাংলা (২০), ইংরেজি (২০), গণিত (২০), সাধারণ বিজ্ঞান (১০), সাধারণ জ্ঞান ও মানসিক দক্ষতা (১০) এবং ৯ম ও ১০ম শ্রেণির জন্য বাংলা (২০), ইংরেজি (২০), গণিত (২০), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (১০), সাধারণ জ্ঞান ও মানসিক দক্ষতা (১০)।
জানা যায়, পরীক্ষার ফলাফল আগামী ১০ দিনের মধ্যে প্রকাশ করা হবে। ফলাফল স্কলারস্ ওয়েলফেয়ার ট্রাস্ট অফিসের নোটিশ বোর্ড ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ও পরীক্ষা কেন্দ্রে পাঠানো হবে এবং বৃত্তি প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের নিকট সরাসরি/মোবাইলে বৃত্তি প্রাপ্তির সংবাদ পৌছানো হবে। এছাড়াও তাদের ফেসবুক পেজে দেওয়া হবে। বৃত্তি বিজয়ীদের মধ্যে ১ম স্থানকে ল্যাপটপ, ২য় স্থানকে ট্যাব এবং ৩য় স্থানকে স্মার্টফোন উপহার প্রদান করা হবে। এছাড়াও সর্বমোট প্রায় ৫ লক্ষ টাকা সমমূল্যের বৃত্তি প্রদান করা হবে। ট্যালেন্টপুল তিন হাজার (৩০০০/-) ও সাধারণ দুই হাজার (২০০০/-) টাকা বৃত্তি প্রদান করা হবে। এছাড়াও সকল শিক্ষা প্রতিষ্ঠান, থানা ও উপজেলা ভিত্তিক রেজিস্ট্রেশনকৃত ফরম এর কমপক্ষে ১০% বৃত্তি প্রদান করা হবে। সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে বৃত্তি প্রাপ্তদের ক্রেস্ট, সনদপত্র, স্কলারস্ কার্ড এবং বৃত্তির টাকা প্রদান করা হবে।
স্কলারস্ ওয়েলফেয়ার ট্রাস্টের ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. ফাতেমা সিদ্দিক বলেন, এই বৃত্তি প্রকল্প মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করে এবং তাদের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরীক্ষাটি স্বচ্ছ ও উৎসাহপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত উল্লেখ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মাঈন উদ্দিন জানান, এ ধরনের উদ্যোগকে আমি সাধুবাদ জানাচ্ছি। আজকে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থী এবং অভিভাবকদের এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের যে মিলনমেলা লক্ষ্য করলাম, তা আমাকে অনুপ্রাণিত করেছে।
তিনি আরো বলেন, মেধাবী শিক্ষার্থীদের অনুপ্রেরণা যোগাতে এবং ভবিষ্যতে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্কলারস্ ওয়েলফেয়ারসহ অন্যান্য ট্রাস্ট গুলোকে এমন মহৎ উদ্যোগ নিয়মিত গ্রহণে এবং ভবিষ্যতেও অব্যাহত রাখার বিনীতভাবে অনুরোধ জানান তিনি।
স্কলার্স ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ডা. এম মুর্শেদ জামান মিঞা বলেন, এই শিক্ষাবৃত্তি আগামীতেও অব্যাহত রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, ভবিষ্যতে রাজশাহী থেকে অন্যান্য জেলাগুলোতেও এই ট্রাস্টের শিক্ষাবৃত্তি এমফিল-পিএইচডি ডিগ্রীসহ মেধাবী শিক্ষার্থীদের জন্য ব্যবস্থা করা হবে।
পরীক্ষাটি পরিদর্শন করেন রাজশাহী-০২ আসনের জামায়াত প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মাদার বখশ হলের প্রাধ্যক্ষ (প্রভোস্ট) অধ্যাপক শাহ্ হোসাইন আহমদ মেহদী, স্কলারস্ ওয়েলফেয়ার ট্রাস্টের মহাপরিচালক মোঃ শামীম উদ্দীন প্রমুখ।

