তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ধলা ইউনিয়নে “মানব সেবায় আমরা” সংগঠনের উদ্যোগে মাদক, জুয়া ও চুরি প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায় ধলা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াইল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির রহমান। সভায় সভাপতিত্ব করেন “মানব সেবায় আমরা” সংগঠনের আহ্বায়ক ও গণ অধিকার পরিষদ তাড়াইল উপজেলা শাখার সদস্য সচিব জাকিরুল ইসলাম বাকি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠক ও কিশোরগঞ্জ জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমন্বয়ক ইকরাম হোসেন এবং ইসলামী আন্দোলন তাড়াইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম।
সভায় বক্তারা বলেন, মাদক, জুয়া ও চুরির মতো সামাজিক অপরাধ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এসব অপরাধ প্রতিরোধে পরিবার, সমাজ ও তরুণ প্রজন্মকে সচেতন হওয়ার আহ্বান জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য দিলোয়ার হোসেন জিহাদি, শহিদুল হক, শহিদুল ইসলাম, হোসনে আরা পুতুল, রিফাত, ইমন মাহমুদ লিমনসহ অনেকে। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় জনগণ সভায় অংশ নেন।

