চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর চারঘাটে ট্রাকের নিচে চাপা পড়ে ৩ মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) বিকেল ৫ টার দিকে উপজেলার শিশাতলার মোড়ে বানেশ্বর-বাঘা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চারঘাটের শলুয়া ইউনিয়নের ১৪ মাথা এলাকার মতিনের ছেলে শিমুল (২৫), চামটা গ্রামের হাবিবুর রহমানের ছেলে মোহাম্মদ আলী তুহিন (২৩) ও একই এলাকার মানছুর রহমানের ছেলে মারুফ হোসেন (২২)। তাদের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, একটি মোটরসাইকেলে ৩ জন তাদের নিজ বাড়ি চামটা থেকে বানেশ্বরের দিকে যাচ্ছিল। শিশাতলা এলাকায় পৌঁছামাত্র বিপরিত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় তারা ট্রাকের চাকায় স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে স্থানীয়রা নিহত মরদেহ সড়ক থেকে পাশে নিয়ে আসে। এরপর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
এ ব্যাপারে চারঘাট মডেল থানা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাকের চাপায় ৩ জনের মৃত্যু হয়েছে। লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

