দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
দৌলতপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় চত্বরে উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেনের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবিদ হাসান মন্টি সরকারের সঞ্চালনায় জাতীয় বিপ্লব দিবসের সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নুরুজ্জামান হাবলু মোল্লা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, সাবেক সদস্য আলাউদ্দিন বাদল, উপজেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুনতাজ মাষ্টার, উপজেলা যুবদলের সদস্য সচিব মাছুম প্রফেসর রেজাউর রহমান মাসুম, যুগ্ম-আহবায়ক জাফর ইকবাল কর্নেল, রাসেল আহাম্মেদ, সফিকুল ইসলাম, রাজিব কিবরিয়া, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি বুলবুল রহনান, কুষ্টিয়া জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক বজলুর রহমান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুমন গাজী, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আকাশ আলী, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক, উপজেলা কৃষকদলের আহ্বায়ক খালিদ হাসান রবিন, আরিফুল ইসলাম নান্নু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুরাইয়া আকতার কাজলি, জিল্লুর রহমান, নূর আমিন, ডাবলু ইসলাম, উপজেলা তাঁতীদলের সভাপতি রেদওয়ানুর রহমান, সাধারণ সম্পাদক রিপন আলী, সমবায় দলের সদস্য সচিব তারাচাঁদ আলীসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সভায় বক্তারা ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক বিপ্লব ও সংহতির চেতনা স্মরণ করে বলেন, বিএনপির দলীয় হাই কমান্ডের ঘোষিত কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের প্রাথমিক প্রার্থীতা পুনর্বিবেচনা করা প্রয়োজন। বক্তারা দাবি করেন, স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী প্রার্থী নির্বাচন করা হোক। তারা বলেন, আমরা দলীয় সিদ্ধান্ত অমান্য করি না, তবে গণমানুষের দাবির জায়গা থেকে প্রার্থীতার পরিবর্তন চাই।
নেতা-কর্মীরা আরও বলেন, দৌলতপুরবাসী পরিচ্ছন্ন ও ত্যাগী রাজনীতিবিদ, দৌলতপুরের সন্তান এবং ঢাকা মহানগর উত্তর যুবদলের আহবায়ক শরীফ উদ্দিন জুয়েলকে দলীয়ভাবে মনোনয়ন দিতে চায়।
আলোচনা সভা শেষে প্রায় ১০ হাজারেরও বেশি নেতা-কর্মীর অংশগ্রহণে বিশাল র্যালি অনুষ্ঠিত হয়। বিদ্যালয় চত্বর থেকে শুরু হয়ে র্যালিটি দৌলতপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সেন্টার মোড়ে এসে শেষ হয়।

