Nabadhara
ঢাকাশনিবার , ৮ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নরসিংদীতে মাইকে ঘোষণা দিয়ে টেঁটা যুদ্ধ, আহত ১৫

নরসিংদী প্রতিনিধি
নভেম্বর ৮, ২০২৫ ৩:১০ অপরাহ্ণ
Link Copied!

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে মাইকে ঘোষণা দিয়ে টেঁটা যুদ্ধের ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। শনিবার (৮ নভেম্বর) সকালে সদর উপজেলার মাধবদী থানার চরাঞ্চল চরদীঘলদী ইউনিয়নের জিতরামপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, জিতরামপুর খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় শহীদ মেম্বার ও চাঁন মিয়া গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে গত সোমবার ও মঙ্গলবার দুই দফায় সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন। পরে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

তবে শনিবার সকালে মাইকে ঘোষণা দিয়ে উভয় পক্ষ আবারও দেশীয় অস্ত্রশস্ত্র ও টেঁটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে গ্রেফতারের আশঙ্কায় অনেকে বিভিন্ন স্থানে গোপনে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় টহল জোরদার করে। বর্তমানে ঘটনাস্থলের পরিবেশ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

চরদীঘলদী ইউনিয়নের চেয়ারম্যান ও মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এ ঘটনায় তদন্ত চলছে। দোষীদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।