মোঃএনামুল হক পঞ্চগড় জেলা প্রতিনিধি
দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী বলেছেন, ‘দুর্নীতিমুক্ত সমাজ গঠনে আমাদের মানসিক অবস্থার পরিবর্তন ঘটাতে হবে। নিজেদের ঘর থেকে নিজেদের শুধরাতে হবে।’
’সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ’ এমন শ্লোগানে রোববার পঞ্চগড় জেলা সরকারি অডিটোরিয়ামে আয়োজিত গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সামাজিক সচেতনতা বৃদ্ধি, সরকারি, স্বায়ত্তশাসিত দপ্তর সংস্থাসমূহে সেবার মান বৃদ্ধি, সেবাগ্রহীতাদের হয়রানি রোধ এবং দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে ১৮৯তম গণশুনানির আয়োজন করে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঠাকুরগাঁও।
দুদকের কমিশনার বলেন, ‘সমাজে দুর্নীতিমুক্ত পরিবেশ গঠন করতে ব্যক্তি লোভ-লালসা পরিহার করতে হবে, অন্যকে তার অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে দুর্নীতিবিরোধী চেতনা গড়ে তুলতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের তাদের শ্রেণিতে পাঠদানের সময় দুর্নীতিবিরোধী বক্তব্য দিতে হবে।’
পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. সাবেত আলীর সভাপতিত্বে এ সময় বক্তৃতা করেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আকতার হোসেন, দুদকের বিভাগীয় কার্যালয়ের পরিচালক ঠাকুরগাঁও সমন্বিত দুদক কার্যালয়ের উপ-পরিচালক শেখ গোলাম মাওলা, পঞ্চগড় পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।
গণশুনানিতে ১৮টি সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি দপ্তরের বিরুদ্ধে ১৮১ অভিযোগ জমা পড়ে। এর মধ্যে দুদকের তফসিলভুক্ত ১১৮টি অভিযোগের শুনানি চলছে। গণশুনানিতে বিভিন্ন সরকারি অফিসে সেবা প্রাপ্তিতে হয়রানির শিকার বা সেবাবঞ্চিত সংক্ষুব্ধ জনসাধারণ তাদের অভিযোগসমূহ পঞ্চগড় জেলার সকল সরকারি দপ্তর প্রধানদের উপস্থিতিতে কমিশনের সামনে তুলে ধরছেন।
একইসঙ্গে সেবাবঞ্চিত জনসাধারণের উত্থাপিত অভিযোগের বিষয়ে দুদক কর্তৃক তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে। সরকারি পরিষেবা প্রাপ্তি নিশ্চিতকরণ এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মাঝে সততা, নিষ্ঠা, জবাবদিহিতা এবং মূল্যবোধ বৃদ্ধির মাধ্যমে জবাবদিহিতা ও মূল্যবোধ বৃদ্ধির মাধ্যমে দেশ থেকে দুর্নীতি নির্মূল করাই এ গণশুনানির মূল অভিপ্রায়।

