Nabadhara
ঢাকারবিবার , ৯ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচিত হলে কৃষি ও পর্যটন শিল্পের উন্নয়নে কাজের অঙ্গীকার হাজ্বী মুজিবের

মৌলভীবাজার প্রতিনিধি
নভেম্বর ৯, ২০২৫ ৬:৪৩ অপরাহ্ণ
Link Copied!

মৌলভীবাজার প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজ্বী মুজিব) বলেছেন, নির্বাচিত হলে কমলগঞ্জের কৃষি ও পর্যটন শিল্পের উন্নয়নে তিনি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবেন।

 

রবিবার (৯ নভেম্বর) দুপুর ১২টায় কমলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটি ও উপজেলার সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন।

 

হাজ্বী মুজিব বলেন, “আমি নিজেও একজন কৃষকের সন্তান। তাই কৃষি খাতের উন্নয়ন হবে আমার প্রথম কাজ। ধলাই নদীর বন্যা প্রতিরক্ষা বাঁধের দুর্বলতার কারণে প্রতি বর্ষায় কমলগঞ্জের বহু এলাকা বন্যাকবলিত হয়, এতে কৃষকরা ব্যাপক ক্ষতির মুখে পড়েন। নির্বাচিত হলে টেকসই প্রতিরক্ষা বাঁধ নির্মাণে উদ্যোগ নেব।”

 

তিনি আরও বলেন, “কমলগঞ্জ-শ্রীমঙ্গল একটি পর্যটন সমৃদ্ধ এলাকা। এ অঞ্চলের পর্যটন শিল্পকে আরও এগিয়ে নিতে সাংবাদিক সমাজকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। সকল ধর্ম, বর্ণ ও শ্রেণির মানুষের সমান অধিকার নিশ্চিত করে এলাকার সার্বিক উন্নয়নই হবে আমার লক্ষ্য।”

 

দখলবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে হাজ্বী মুজিব বলেন, “দখলবাজ-চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে নেই। আমি জনগণের নেতা হতে চাই, সবার সহযোগিতায় উন্নত কমলগঞ্জ গড়তে চাই।”

 

কমলগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি আশহাবুজ্জামান ইসলাম শাওনের সভাপতিত্বে ও সাংবাদিক নির্মল সিংহ পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আবুল হোসেন, সাংবাদিক বিশ্বজিৎ রায়, সাজিদুর রহমান সাজু, এম এ ওয়াহিদ রুলু, প্রণিত রঞ্জন দেবনাথ, শাব্বীর এলাহী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম, সহ-সাধারণ সম্পাদক আহাদ মিয়া, সাংবাদিক সালাহউদ্দিন শুভ ও জালাল চৌধুরী প্রমুখ।

এ সময় পৌর বিএনপি নেতা আজিজুর রহমান, রাসেল হাসান বক্ত, উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ হাবিবুর রহমান নোমানসহ কমলগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।