Nabadhara
ঢাকারবিবার , ৯ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে দুর্নীতি ও অনিয়মে দুদকের অভিযান

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
নভেম্বর ৯, ২০২৫ ৭:২৩ অপরাহ্ণ
Link Copied!

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

যশোরের মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে রবিবার দুদকের এনফোর্সমেন্ট টিম অভিযান চালিয়েছে। ছদ্মবেশে রোগি হয়ে সকাল থেকে বিকেল তিনটা পর্যন্ত অভিযান চালিয়ে টিমটি বিভিন্ন অনিয়মের সত্যতা পেয়েছে।

অভিযানকালে প্রমাণ পাওয়া গেছে, সরকার নির্ধারিত ভাড়ার বিপরীতে অ্যাম্বুলেন্স থেকে অতিরিক্ত অর্থ আদায়, ভর্তি রোগিদের মধ্যে নিম্নমানের খাবার সরবরাহ, ফার্মেসীতে পর্যাপ্ত ওষুধ থাকা সত্ত্বেও রোগিদের বাহির থেকে ওষুধ কেনা বাধ্য করানো, জরুরি বিভাগে মেডিকেল অফিসারের পরিবর্তে আউটসোর্সিং কর্মী দিয়ে চিকিৎসা দেওয়া, এবং ল্যাব পরীক্ষার জন্য অতিরিক্ত মূল্য আদায়সহ রোগি ভাগিয়ে বিভিন্ন ক্লিনিকে পাঠানোর মতো অনিয়ম হয়েছে।

অভিযানকালে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নয়ন হোসেন নামে একজন দালালকে আটক করা হয়। তবে বিকেলে তিনি স্বাস্থ্য কর্মকর্তার কাছে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

দুদকের যশোরের ডেপুটি ডাইরেক্টর (ডিএডি) চিরঞ্জীব নিয়োগীর নেতৃত্বে তিন সদস্যের টিম অভিযানে অংশ নেন। টিম লিডার চিরঞ্জীব নিয়োগী জানান, অভিযানে প্রমাণসহ প্রতিবেদন প্রস্তুত করে তা প্রধান কার্যালয়ে পাঠানো হবে, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য।

অভিযানে অংশ নেওয়া অপর দুই সদস্য হলেন ডিএডি তাওহিদুল ইসলাম ও এএসআই রমেছা খাতুন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।