নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী-৫ (কবিরহাট-কোম্পানীগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীক প্রার্থীর নির্বাচনী প্রচারণায় হত্যা মামলার আসামিদের অংশগ্রহণ এবং কেন্দ্রীয় নেতাদের কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিএনপির একাংশের নেতাকর্মীরা রোববার বিকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী বাজার থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিল চরএলাহী গফুরিয়া মডেল মাদ্রাসা মাঠে গিয়ে শেষ হয়, যেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে চরএলাহী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা ইসমাইল তোতা, বিএনপি নেতা ইব্রাহিম তোতা, চরএলাহী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা মাস্টার বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ধানের শীষ প্রার্থী মো: ফখরুল ইসলাম মনোনয়ন পাওয়ার পর তার নির্বাচনী প্রচারণায় হত্যা মামলার প্রধান আসামি ও অন্যান্য আসামিদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং দলের কিছু নেতাকর্মীদের হুমকি-ধুমকি দিচ্ছেন। চরএলাহী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ইসমাইল তোতা বলেন, “আমরা ভেবেছিলাম মনোনয়ন পাওয়ার পর প্রার্থী সকলের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। কিন্তু তিনি কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন এবং কোম্পানীগঞ্জের রাজনীতিকে উত্তপ্ত করছেন। আমরা তাঁর এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই।”
বক্তারা আরও বলেন, দলীয় সিদ্ধান্ত মেনে ধানের শীষের বিজয়ের জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সমাবেশে চরএলাহী ইউনিয়ন কৃষক দলের সভাপতি আবদুল মালেক, স্বেচ্ছাসেবক দল নেতা আবদুল আলী, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন সবুজসহ কয়েকশ নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
সমাবেশে তোতা পরিবারের সদস্যরা সকল নেতাকর্মীকে ভেদাভেদ ভুলে ধানের শীষের বিজয়ের জন্য একযোগে কাজ করার আহ্বান জানান।

