Nabadhara
ঢাকাশুক্রবার , ২৭ আগস্ট ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে ইউপি চেয়ারম্যান টুটুল চৌধুরীর সংবাদ সম্মেলন

MEHADI HASAN
আগস্ট ২৭, ২০২১ ৮:৫৯ অপরাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধি,  গোপালগঞ্জঃ

গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান চৌধুরী টুটুলকে নিয়ে উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন তিনি।
শুক্রবার বেলা ১১টায় গোবরা ইউনিয়ন পরিষদ সংলগ্ন পাঠাগারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে শফিকুর রহমান চৌধুরী টুটুল বলেন, গোপালগঞ্জের একজন সাংবাদিক গত ২৬ আগষ্ট “দৈনিক শিরীণ” পত্রিকায় একটা সংবাদ প্রকাশ করেছেন। সংবাদটিতে লিখেছেন, আমি নাকি অভিনব কায়দায় ইডিসিএল, বিশ্ববিদ্যালয় ও সরকারি পরিসংখ্যান অফিসে ডাটা এন্ট্রি অফিসার পদে নিয়োগের কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছি। সেই টাকা দিয়ে আলিশান বাড়ি, বিশ্ববিদ্যালয়ের সামনে কোটি টাকার জমি এবং মেয়েকে ইউরোপ মহাদেশে (!) লেখাপড়া করাচ্ছি।

আগামী নির্বাচনকে সামনে রেখে বিরোধী পক্ষ উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার বিরুদ্ধে এ সংবাদ প্রকাশ করিয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, চাকুরী দেয়ার কথা বলে টাকা নিয়েছি বলে সংবাদটিতে যাদের বরাত দিয়েছেন, তারা কেউই আমার বিরুদ্ধে এমন অভিযোগ আনেনি। বক্তব্য দেননি এমন লোকের বক্তব্যও সংবাদটিতে প্রকাশ পেয়েছে। তাছাড়া সংবাদটিতে আমাকে অভিযুক্ত করা হলেও আমার কোন বক্তব্য নেয়া হয়নি।

সংবাদ সম্মেলনে উপস্থিত নান্টু বিশ্বাস বলেন, আমার সাথে কোন সাংবাদিকই এ ব্যাপারে কথা বলেনি। অথচ সংবাদে আমার বক্তব্য দিয়েছে।
নিজের সম্পর্কে তিনি বলেন, আমি হিসাব বিজ্ঞানে মাস্টার্স এবং এমবিএ। আমি সিএ কোর্স সমাপ্তকারী এবং জাতীয় রাজস্ব বোর্ডের সনদ প্রাপ্ত একজন আয়কর আইনজীবী। আমি শেয়ার মার্কেট নিয়ে তিনটি কোর্স সমাপ্ত করেছি এবং কাজী ফিরোজ রশীদ সিকিউরিটিজ এর পল্টন বুথের দ্বায়িত্বে আছি। চেয়ারম্যানীকে আমি পেশা হিসেবে নেইনি, এটা আমার নেশা। এখানে থেকে সাধারণ মানুষের সেবা আর অসহায় মানুষের পাশে দাঁড়ানো যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।