Nabadhara
ঢাকাবুধবার , ১২ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বাকেরগঞ্জে বিভিন্ন এলাকায় মাঠে মাঠে দোল খাচ্ছে সোনালি ধান

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
নভেম্বর ১২, ২০২৫ ৪:০৪ অপরাহ্ণ
Link Copied!

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় রোদ আর হিমেল বাতাসে ফসলের মাঠে মাঠে দোল খাচ্ছে কৃষকের সোনালি স্বপ্ন ধানের শীষ। কৃষকরা জানান, পাকাধান ঘরে উঠবে আর কয়েক দিনের মধ্যে নবান্নের উৎসব শুরু হবে।

এখন দিগন্ত জোড়া ফসলের মাঠ সবুজ বর্ণ থেকে হলুদ বর্ণ ধারণ করার অপেক্ষা। আর কয়েকদিনের মধ্যেই ফসল ঘরে তোলার উপযোগী হবে। এই উপজেলার কৃষাণ কৃষাণীরা জানান ,পাকা ধান থেকে চাল তৈরি করে পিঠাপুলি তৈরি করার জন্য তারা প্রস্তুত ।

এদিকে ধান কাটার আগমুহূর্তে ধানের শীষ পরিচর্যায় ব্যাস্ত সময় পার করছেন কৃষকরা। উপজেলা কৃষি অফিস জানিয়েছেন উপজেলার ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়নে
এ বছর উপজেলায় ২৭৩৫০ হেক্টর জমিতে আমন ধান আবাদ সম্ভাব্য ধরা হয়েছে। এছাড়া কৃষি অফিস থেকে কৃষকদের বিনা মূল্যে উন্নত মানের বীজ ও সার, কীটনাশক সহায়তা ও সুবিধা, পরামর্শ দেয়া হয়েছে।

ভরপাশা ইউনিয়নের কৃষ্ণকাঠি গ্রামের সিদ্দিকুর রহমান জানান, আমাদের মাঠে সব ধান ফুলে ঝারা দিয়েছে, আর মাত্র কদিন পরই মাঠের অধিকাংশ ধান পাকতে শুরু করবে। এই ধানের শীষ দেখে মনে হয় এবার ফসলের বাম্পার ফলন হবে।

রঙ্গশ্রী ইউনিয়নের ফলাঘড় গ্রামের আব্দুল বারেক বলেন, আমাদের মাঠে প্রচুর পরিমাণ ধান চাষ করা হয়েছে। অন্যান্য বছরের তুলনায় এ বছর বড় বড় ধানের শীষ দেখা যায়। প্রাকৃতিক দুর্যোগে সমস্যা না হলে এবছর আশা করছি বাম্পার ফলন হবে।

বাকেরগঞ্জ পৌরসভার কেওয়া ৫ নং ওয়ার্ডের গনি হাওলাদার নামে আরেক কৃষক জানান, আমি ৫ বিঘা জমিতে বোরো ধান চাষ করেছি। অন্যান্য বছরের তুলনায় এবার প্রত্যেকটি খেতে আমার প্রচুর ধানের শীষ দেখা যাচ্ছে। এবছর বাম্পার ফলনের আশা করছি আমরা।
গারুড়িয়া ইউনিয়নের রবিপুর গ্রামের আলাউদ্দিন জানান, আমার ধান অনেক ভাল হয়েছে। কিন্তু আসছে সামনে কালবৈশাখী ঝড় এই ঝরে যদি কোন ক্ষতি না হয় তাহলে আমি বিঘাপ্রতি ২০ হতে ২৫ মন ধান পওয়ার আশা করছি।

এছাড়া সরোজমিনে ঘুরে দেখা যায়, উপজেলার চরামদ্দী, চরাদী, দাড়িয়াল, দুধল, কবাই, দুর্গা পাশ, ফরিদপুর , নলুয়া, পাদ্রী শিবপুর, নেয়ামতি, কলকাঠিসহ। উপজেলার সব এলাকায় মাঠ গুলোতে একি চিত্র। আমন ধানের আবাদ হচ্ছে এবং আর ক’দিন পরেই কৃষক ধান কাটবে এবং বাম্পার ফলনের আশা করছেন স্থানীয় কৃষকরা ।

বাকেরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা সুনিতি কুমার সাহা জানান, আবহাওয়া অনুকূলে থাকলে চলতি এ বছর লক্ষ্যমাত্রা অর্জিত ফসল উৎপাদন হবে। উপজেলার ১৫৩০০ (হেক্টর) জমিতে উফশী এবং ১২০৫০ (হেক্টর) জমিতে স্থানীয় জাতের ধানের আবাদ করেছেন কৃষকেরা। আবহাওয়া অনুকূল পরিবেশে থাকলে ২৭৫০০ (মে. টন) ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা আশা করা হচ্ছে। সঠিক সময় ফসল কেটে ঘরে তুলতে পারবেন কৃষকরা আশা করছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।