হাসান শাহরিয়ার পল্লব, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর পত্নীতলায় পরিবেশের ছাড়পত্রবিহীন ইটভাটা বন্ধের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন শেষে ইটভাটাগুলো চালু রাখার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন ইট প্রস্তুতকারী মালিক সমিতির নেতৃবৃন্দ।
মানববন্ধনে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ওবায়দুল হক স্বপন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির পত্নীতলা উপজেলা সভাপতি মো. হারুনুর রশিদ শাহ চৌধুরী। এসময় আরও বক্তব্য রাখেন ইটভাটা মালিক মো. হারুনুর রশিদ, মো. আফাজ উদ্দীন, মো. শাজাহান, মো. মোকলেছুর রহমান, মো. রফিকুল ইসলাম, মো. মোস্তফা শাহ চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন, উপজেলায় বর্তমানে প্রায় ১৫টি ইটভাটা রয়েছে, যেখানে প্রায় ১০ হাজার শ্রমিক কর্মরত। শ্রমিকদের অগ্রিম বেতন হিসেবে বড় অঙ্কের টাকা আগেই পরিশোধ করা হয়েছে। এসব ইটভাটা ২০ থেকে ৩০ বছর ধরে নিয়মিতভাবে চলছে এবং প্রতিবছর কাস্টমস, ভ্যাট, আয়কর, বিএসটিআই, ফায়ার সার্ভিস, শ্রম অধিদপ্তর ও ট্রেড লাইসেন্স বাবদ ১২ থেকে ১৫ লাখ টাকা রাজস্ব পরিশোধ করে আসছে।
তারা আরও বলেন, প্রতিটি ইটভাটায় ব্যাংক ঋণসহ প্রায় ৩ থেকে ৪ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। হঠাৎ করে এসব ইটভাটা বন্ধ হয়ে গেলে মালিক ও শ্রমিক উভয়ই মারাত্মক আর্থিক সংকটে পড়বেন।

