Nabadhara
ঢাকাবুধবার , ১২ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নোবিপ্রবিতে ছাত্রদলের মানববন্ধন: অনিয়মিত নিয়োগ ও পদায়নের প্রতিবাদ

নোয়াখালী প্রতিনিধি
নভেম্বর ১২, ২০২৫ ৫:৫৬ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালী প্রতিনিধি

নোবিপ্রবি শহীদ মিনার প্রাঙ্গণে আজ সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের ছাত্রদল নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা জোর দিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট সংখ্যক ছাত্রলীগ ও আওয়ামীপন্থী শিক্ষক-কর্মকর্তাদের পুনর্বহাল ও পদায়ন বিশ্ববিদ্যালয়ের স্বচ্ছতা ও জবাবদিহিতার পরিপন্থী। তারা দাবি করেন, যারা বিগত বছরগুলোতে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন, তাদের দ্রুত আইনের আওতায় আনা হোক।

ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ে দলীয় বিবেচনায় শিক্ষক-কর্মকর্তাদের নিয়োগ ও পদায়ন চলমান পরিস্থিতিকে আরও জটিল করছে। তিনি বিশ্ববিদ্যালয়ে নিরপেক্ষ প্রশাসন গঠনের আহ্বান জানান।

মানববন্ধনে সভাপতি জাহিদ হাসান, সাধারণ সম্পাদক হাসিবুল হাসান, সিনিয়র সহ-সভাপতি মোঃ সাব্বির হোসেন শান্ত, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বুলবুল এবং সাংগঠনিক সম্পাদক মোঃ আলীসহ অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।