নোয়াখালী প্রতিনিধি
নোবিপ্রবি শহীদ মিনার প্রাঙ্গণে আজ সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের ছাত্রদল নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা জোর দিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট সংখ্যক ছাত্রলীগ ও আওয়ামীপন্থী শিক্ষক-কর্মকর্তাদের পুনর্বহাল ও পদায়ন বিশ্ববিদ্যালয়ের স্বচ্ছতা ও জবাবদিহিতার পরিপন্থী। তারা দাবি করেন, যারা বিগত বছরগুলোতে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন, তাদের দ্রুত আইনের আওতায় আনা হোক।
ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ে দলীয় বিবেচনায় শিক্ষক-কর্মকর্তাদের নিয়োগ ও পদায়ন চলমান পরিস্থিতিকে আরও জটিল করছে। তিনি বিশ্ববিদ্যালয়ে নিরপেক্ষ প্রশাসন গঠনের আহ্বান জানান।
মানববন্ধনে সভাপতি জাহিদ হাসান, সাধারণ সম্পাদক হাসিবুল হাসান, সিনিয়র সহ-সভাপতি মোঃ সাব্বির হোসেন শান্ত, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বুলবুল এবং সাংগঠনিক সম্পাদক মোঃ আলীসহ অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

