জামালপুর প্রতিনিধি
জামালপুরে বিশেষ ক্ষমতা আইনের আওতায় পুলিশের অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় জেলা জুড়ে বিভিন্ন স্থানে অপারেশন ‘ডেভিল হান্ট’-এ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৭ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযানে গ্রেফতারকৃতরা বিভিন্ন স্থানে অবৈধ কার্যক্রমে লিপ্ত ছিল।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন:জামালপুর পৌর আওয়ামী লীগের সদস্য মো: কামরুল হাসান মিল্টন,পৌরসভার ১০নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান রনি,সদর উপজেলার ১২নং তিতপল্লা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো: মোস্তফা জামান,জেলা স্বেচ্ছাসেবক লীগের উপ প্রচার সম্পাদক মো: ইমরান হোসেন,জেলা ছাত্রলীগের সহ সভাপতি নাইমুর রহমান মোস্তফা,ইসলামপুর উপজেলার শহর যুবলীগের কার্যনির্বাহী সাবেক সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম ওরফে শফিক,মাদারগঞ্জ উপজেলার পৌর আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ওমর ফারুক জগলু।
ওসি নাজমুস সাকিব জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের আইনি প্রক্রিয়া শেষে বুধবার বিকেলে আদালতে হস্তান্তর করা হয়েছে।

