আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
আশাশুনিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বুধবার (১২ নভেম্বর) কৃষকদের মাঝে সরিষা বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি অফিস ও উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে রবি মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের জন্য প্রণোদনা সরিষা, গম, সূর্য্যমুখী, পেয়াজ ও মুগ চাষে ব্যবহারের উপযোগী সার ও বীজ বিতরণ করা হয়।
উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির উদ্যোগে ২০২৫-২৬ অর্থ বছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাত থেকে এই কার্যক্রম পরিচালিত হয়। কমিটি কর্তৃক মনোনীত ১,৫০০ সরিষা চাষী ও ১০ জন উপসী সূর্য্যমুখী চাষীকে ১০ কেজি করে ড্যাব, ১০ কেজি করে এমওপি সার এবং ১ কেজি করে বীজ প্রদান করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামার বাড়ি সাতক্ষীরা থেকে অতিরিক্ত উপ পরিচালক (শস্য) কৃষিবিদ ইকবাল আহমেদ, অতিঃ উপ পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) কৃষিবিদ মোঃ জামাল উদ্দীন, অতিঃ উপ পরিচালক (উদ্যান) কৃষিবিদ কৃষ্ণা রানী মন্ডল, আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায় এবং উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শুভ্রাংশু শেখর দাশ। তারা উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
উল্লেখ্য, এই উদ্যোগের মাধ্যমে আশাশুনির কৃষকরা প্রণোদনা মূলক সার ও বীজ পেয়ে তাদের উৎপাদন বৃদ্ধিতে সহায়তা পাবেন।

