আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
আশাশুনিতে ম্যাপইনসিবিআর প্রকল্পের আওতায় প্রতিবন্ধী যুবদের অংশগ্রহণে দুই দিনব্যাপী “ইতিবাচক যুব উন্নয়নে যুবশক্তির বিকাশ” শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা অফিসার্স ক্লাব হলরুম এবং আশাশুনি পাথেয় ট্রেনিং সেন্টারে শোভনালী ও বুধহাটা ইউনিয়নের ৩০ জন প্রতিবন্ধী যুব ক্লাবের সদস্য অংশগ্রহণ করেন।
প্রশিক্ষকরা পরিবার ও সমাজে প্রতিবন্ধী শিশু, কিশোর, যুব, নারী ও পুরুষদের মুখোমুখি প্রতিবন্ধকতা এবং প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ বিষয়ক আলোচনা করেন। প্রধান প্রশিক্ষক হিসেবে ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাস এবং মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম। সহ-প্রশিক্ষক হিসেবে কার্যক্রম পরিচালনা করেন প্রকল্পের সিবিআর অফিসার করবী স্বর্ণকার এবং শেখ ইউসুফ আলী।
প্রশিক্ষণের শেষ দিনে সকল অংশগ্রহণকারীর মধ্যে যুব ক্লাবের সদস্য পরিচয়পত্র ও ব্যাগ বিতরণ করা হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রশিক্ষণ কার্যক্রম সমাপ্তি ঘটে।
উল্লেখ্য, এই প্রশিক্ষণের মাধ্যমে প্রতিবন্ধী যুবরা তাদের সক্ষমতা ও নেতৃত্বগুণ বিকাশের সুযোগ পেয়েছেন, যা সমাজে তাদের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করবে।

