Nabadhara
ঢাকাবুধবার , ১২ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ঘোড়াশালের ইফরাত জাহান সিমি ৪৯ তম বিসিএসে উত্তীর্ণ

পলাশ (নরসিংদী) প্রতিনিধি
নভেম্বর ১২, ২০২৫ ১০:৩৫ অপরাহ্ণ
Link Copied!

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

ইফরাত জাহান সিমি ৪৯ তম বিসিএস- এ শিক্ষা ক্যাডারে প্রভাষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ১১ তম মেধাক্রম অর্জন করেছেন নরসিংদীর পলাশ উপজেলার কৃতি সন্তান ইফরাত জাহান সিমি।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) ৪৯ তম বিসিএস-এর পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করে। এতে শিক্ষা ক্যাডার পদে ৬৬৮ জনকে মনোনয়ন দেওয়া হয়েছে।

ইফরাত জাহান সিমি পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার টেঙ্গরপাড়া গ্রামের মোসলেহ উদ্দিন ও নার্গিস সালেহ দম্পতির ছোট মেয়ে।

জানা যায়, ইফরাত জাহান সিমি শৈশব থেকেই ছিলেন পরিশ্রমী, মেধাবী ও আত্মপ্রত্যয়ী। তিনি ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি’তে গোল্ডেন জিপিএ ফাইভ এবং এইচএসসিতে পলাশ শিল্পাঞ্চল সরকারি কলেজ থেকে গোল্ডেন জিপিএ ফাইভসহ ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে ঢাকা বোর্ডে ৬ষ্ঠ হয়েছিলেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর বাংলা বিভাগে অধ্যয়নরত ছিলেন তিনি।

ইফরাত জাহান সিমি বলেন, বিসিএস আমার দীর্ঘ দিনের স্বপ্ন ছিল। আলহামদুলিল্লাহ, সেই স্বপ্ন আজ পূরণ হয়েছে। পরিবারের উৎসাহ ও শিক্ষকদের দিকনির্দেশনা আমাকে সবসময় অনুপ্রাণিত করেছে। তিনি আরও বলেন, এটি কেবল আমার ব্যক্তিগত অর্জন নয়, এটি আমার বাবা-মার অকৃত্রিম ভালোবাসা ও সহযোগিতার ফসল। আল্লাহর অশেষ রহমত ছাড়া এ সাফল্য সম্ভব হতো না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।