তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার তালায় উৎসবমুখর পরিবেশে মানবাধিকার সপ্তাহ উদযাপন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে তালা শহীদ কামেল মডেল হাইস্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব)-এর “হোপ প্রকল্প” বাস্তবায়ন এবং নেটজ বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকার।
তালা শহীদ কামেল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিম, রিইব-এর হোপ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মোল্ল্যা আছলাম হোসেন, এরিয়া সমন্বয়কারী রেহেনা পারভীন, এবং বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রেশমা খাতুন প্রমুখ।
অনুষ্ঠান শেষে মানবাধিকার সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বক্তারা মানবাধিকারের গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের মানবিক, ন্যায়পরায়ণ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

