আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে আলফাডাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে র্যালিটি বের হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একইসঙ্গে লকডাউনের প্রতিবাদে প্রতিবাদ সভাও করেন বিএনপি নেতাকর্মীরা।
সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি রবিউল হক রিপন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম নাসির।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস, সাধারণ সম্পাদক নূর জামাল খসরু, পৌর বিএনপির সভাপতি রবিউল হক রিপন, এবং সাধারণ সম্পাদক মো. হাসিবুল হাসান হাসিব।
সভায় বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চালিয়ে যাচ্ছে। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান, প্রচার সম্পাদক কামরুজ্জামান কদর, উপজেলা বিএনপির সদস্য ইশা খান, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব নিয়ামুল হাসান পারভেজ, এবং পৌর ছাত্রদলের সভাপতি সোহেল শরীফ প্রমুখ।
র্যালিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন। ‘ধানের শীষে ভোট দিন’, ‘নাসির ভাইয়ের সালাম নিন’ — এমন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো আলফাডাঙ্গা শহর। উৎসাহ ও উদ্দীপনায় ভরপুর এ র্যালি শহরজুড়ে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

