বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে ব্রেন টিউমারে আক্রান্ত আল্পনা বেগম (১৯) নামে এক অসহায় নারীর চিকিৎসার জন্য নগদ টাকা ও শুকনো খাবার প্রদান করেছেন উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকালে উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হোসেন তার কার্যালয়ে আল্পনা বেগমের স্বামী ফারুক আহমেদ হাতে নগদ ৮ হাজার টাকা ও শুকনো খাবার প্রদান করেন।
এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা কণিকা খাতুন উপস্থিত ছিলেন। জানা যায়, বকশীগঞ্জ উত্তর বাজার এলাকায় বসবাসরত ফারুক আহমেদের স্ত্রী আল্পনা বেগম দীর্ঘ দিন থেকে ব্রেন টিউমারে আক্রান্ত। এর ফলে ক্রমেই অবস্থার অবনতি ঘটছে। তাকে চিকিৎসা করতে গিয়ে আর্থিক ভাবে অসহায় হয়ে পরেছেন আল্পনার পরিবার।
এমতাবস্থায় গত বুধবার বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের নিকট চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা চান আল্পনার পরিবার। আল্পনার দুরবস্থা দেখে উপজেলা নির্বাহী অফিসার রোগীর মেডিকেল কাগজ পত্র যাচাই শেষে তাকে দ্রুত হাসপাতালে ভর্তির জন্য নগদ টাকা ও পরিবারের জন্য শুকনো খাবার প্রদান করেন। এছাড়া হাসপাতালে ভর্তির পর প্রয়োজনীয় চিকিৎসার জন্য উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে আরও পঞ্চাশ হাজার টাকা প্রদানের আশ্বাস দেন। ব্রেন টিউমারে আক্রান্ত আল্পনা বেগম এক সন্তানের জননী।
উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হোসেন বলেন, আল্পনা বেগম দীর্ঘ দিন থেকে ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছেন এমতাবস্থায় দ্রুত হাসপাতালে ভর্তির জন্য নগদ ৮ হাজার টাকা ও শুকনো খাবার প্রদান করা হয়েছে।

