সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি, জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট সহ ৫ দফা দাবিতে বাগেরহাটে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা শাখা।শুক্রবার জুমার নামাজ শেষে পূরাতন কোর্ট মসজিদ চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভ মিছিলে এ সময়ে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম, নায়েরে আমির অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ, সেক্রেটারি মোহাম্মদ ইউনুস, শেখ মঞ্জুরুল হক রাহাদ, সদর উপজেলা আমির ফেরদৌস আলী, পৌরসভার আমীর শামীম আহসান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

