মফিজুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধি
দীর্ঘদিন পর জাতীয় জাগরণে’র কবি গোলাম মোস্তফা’র জন্ম ও মৃত্যুদিবস উদযাপন উপলক্ষ্যে বাংলা সাহিত্যে তাঁর অবদান শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান (১৪ নভেম্বর) শুক্রবার বিকালে ঝিনাইদহের শৈলকুপার মনোহরপুর নিজ বাসভবন কবি গোলাম মোস্তফা একাডেমি প্রাঙ্গনে ঝিনাইদহ জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে স্থানীয় সরকার ঝিনাইদহ এর উপপরিচালক রথীন্দ্রনাথ রায় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড.নকীব মো: নসরুল্লাহ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (সদস্য রাজউক) মো: গিয়াস উদ্দিন, ন্যাশনাল বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এর পরিচালক ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন, শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস। অনুষ্ঠান শেষে এলাকার বিশিষ্ট সমাজ সেবক প্রয়াত মোশারফ হোসেন মিয়া ও দেশ বরন্য শিল্পী মুস্তফা মনোয়ার কে গুণীজন সম্মাননা দেওয়া হয়।

