জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন পদপ্রার্থীরা তাদের ভাবনা জানাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাদের মধ্যে জকসুর কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী জাহিদুল ইসলাম রিফাত তার ভাবনা তুলে ধরেন।
জাহিদুল ইসলাম রিফাত বলে, “বিশ্ববিদ্যালয়ের জীবনের শুরু থেকে দেখতে পাচ্ছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিভিন্ন সমস্যায় জর্জরিত। সবচেয়ে বড় সমস্যা গুলোর মধ্যে রয়েছে আবাসন সংকট, ক্যাফেটেরিয়ার খাবারের নিম্ন মান এবং বেশি দাম, মান উন্নয়ন পরীক্ষায় যথাযথ মূল্যায়ন না করা, ভালো পরীক্ষা দেওয়ার পরেও সর্বোচ্চ গ্রেড ৩.২৫ দেওয়া, সম্পূরক বৃত্তি নিশ্চিত না হওয়া, মেডিকেল সেন্টারের চিকিৎসার নিম্নমান এছাড়াও অসংখ্য সমস্যা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিত্যদিনের সঙ্গী।
তিনি আরও বলেন, “জবির শিক্ষার্থীদের সকল ন্যায্য আন্দোলনে একজন শিক্ষার্থী এবং সংবাদকর্মী হিসেবে জবির শিক্ষার্থীদের দাবি উপস্থাপন করার চেষ্টা করেছি, আশাকরি ভবিষ্যতে জবির ভাই-বোনদের কল্যাণে কাজ করতে পারবো। আমি বিশ্বাস করি,যে কোন সমস্যায় যথাযথ পদক্ষেপ = সমাধান, হিসাববিজ্ঞানের A=L+OE সমীকরণের মত করে আমি জগন্নাথের সকল সমস্যার সমাধান করতে চাই। বাকিটা ইশতেহারে বলবো। সবার সহযোগিতা কাম্য।”

