মনিরামপুর (যশোর) প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে যশোরের মনিরামপুর উপজেলায় ধানের শীষের পক্ষে পৃথক পৃথক স্থানে প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে কুয়াদা বাজার, খেদাপাড়া, হরিদাসকাটি ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এসব মিছিল বের করা হয়।
কুয়াদা-ভোজগাতী ইউনিয়ন বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত মিছিলে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সভাপতি, সাবেক পৌরমেয়র আলহাজ্ব অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল হাই, সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমান, বিএনপি নেতা কামরুজ্জামান শাহিন, প্রবাসী বিএনপি নেতা আলী হোসেন, উপজেলা যুগ্ম সম্পাদক নাজমুল হক লিটন, ভোজগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর সাত্তার দফাদার, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান ও ছাত্রদলের আহ্বায়ক ওলিয়ার রহমানসহ অন্যান্য নেতাকর্মীরা।
এদিকে উপজেলার হরিদাসকাটি ইউনিয়নের হোগলাডাঙ্গা বাজার, হাজিরহাট ও পাঁচবাড়িয়া এলাকায়ও পৃথকভাবে প্রচার মিছিল অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস, বিএনপি নেতা একে আজাদ, উপজেলা যুবদলের সদস্য সচিব সাইদুল ইসলাম ও ছাত্রদলের সদস্য সচিব জুয়েল রানা প্রমুখ।
নেতারা বলেন, ৩১ দফা বাস্তবায়নই দেশে গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার পথ খুলে দেবে। প্রচার মিছিল শেষে দলীয় নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।

