Nabadhara
ঢাকাশনিবার , ১৫ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

চারঘাট-বাঘায় জামায়াত প্রার্থী নাজমুল হকের নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি 
নভেম্বর ১৫, ২০২৫ ৫:০১ অপরাহ্ণ
Link Copied!

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি 

রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ নাজমুল হকের নেতৃত্বে একটি বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শোভাযাত্রাটি চারঘাট ও বাঘা উপজেলার প্রধান প্রধান রাস্তা, বাজার ও ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে।

শোভাযাত্রায় হাজার হাজার মোটরসাইকেল অংশ নেয়, যেখানে দাঁড়িপাল্লার কর্মী, সমর্থক ও ভোটারসহ সাধারণ জনগণের উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে। জামায়াতের প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে উপস্থিতদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও দোয়া কামনা করেন।

প্রার্থী নাজমুল হক বলেন, আসন্ন সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লার বিজয়ের মাধ্যমে ৫৫ বছরের অসম্পূর্ণ কাজ সম্পন্ন করে চারঘাট-বাঘা অঞ্চলের মধ্যমডেল আসন হিসেবে প্রতিষ্ঠিত করা হবে। এছাড়া তিনি জানান, জনগণের প্রকৃত সমস্যা চিহ্নিত করে সমাধানের জন্য দলীয় ইশতেহার রেডি করা হয়েছে।

শোভাযাত্রায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জামায়াতের নায়েবে আমীর মোঃ মইনুল হোসেন, জেলা সেক্রেটারি মোঃ গোলাম মর্তুজা, জেলা কর্মপরিষদ সদস্য মোঃ কামারুজ্জামান, চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মাওঃ শফিকুল ইসলাম, বাঘা উপজেলার সাবেক চেয়ারম্যান মাওলানা মোঃ জিন্নাত আলী, বাঘা উপজেলা আমীর মোঃ আব্দুল্লাহ আল মামুন নুহু, চারঘাট উপজেলা আমীর মাষ্টার মোঃ আবুল কালাম আজাদ এবং দুই উপজেলার বিভিন্ন শাখা ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শোভাযাত্রা সফল করার জন্য প্রার্থী সাংবাদিক, পুলিশ ও চারঘাট-বাঘার জনগণকে ধন্যবাদ জানান। তিনি আরও আহ্বান জানান, আসন্ন নির্বাচনে দুর্নীতি, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে একসাথে কাজ করার জন্য।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।