Nabadhara
ঢাকাশনিবার , ১৫ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা লকডাউন ঘটনায় গোপালগঞ্জে আওয়ামী লীগের ৩৬৭ আসামী, গ্রেফতার ৫

গোপালগঞ্জ প্রতিনিধি
নভেম্বর ১৫, ২০২৫ ৬:৪২ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি

আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচির ঘটনায় গোপালগঞ্জের সদর ও কোটালীপাড়া থানায় পৃথক দুটি সন্ত্রাস বিরোধী মামলা দায়ের করা হয়েছে। মামলায় মোট ৩৬৭ জনকে আসামী করা হয়েছে, এর মধ্যে নাম উল্লেখ করা হয়েছে ৯৬ জনের, বাকি অজ্ঞাতনামা ২৭১ জন। এখন পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম জানান, ১৩ নভেম্বর ঢাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে শহরের কয়েকটি স্থানে সন্ত্রাসী কার্যক্রম পরিচালিত হয়। এই মামলায় গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমের পুত্র শেখ নাইমকে প্রধান আসামী করা হয়েছে। মোট ৩১৮ জনকে আসামী করা হয়েছে, এর মধ্যে চারজনকে গ্রেফতার করা হয়েছে।

অপরদিকে, কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান জানান, কোটালীপাড়া থানায় দায়ের করা মামলায় ১৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ১৫ জনসহ মোট ২৯ জনকে আসামী করা হয়েছে। এ মামলায় একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আজ শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, এই কর্মসূচির সময় গোপালগঞ্জ শহরের গণপূর্ত অফিসের গাড়ীতে ও সদর উপজেলার উলপুর গ্রামীণ ব্যাংক অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরানো হয়, এছাড়া জেলার বিভিন্ন স্থানে সড়কে গাছ ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।