Nabadhara
ঢাকাশনিবার , ১৫ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নরসিংদী-২, জামায়াতের মনোনীত প্রার্থীর নির্বাচনী প্রচারণা

শারমিন সুলতানা, পলাশ (নরসিংদী) প্রতিনিধি
নভেম্বর ১৫, ২০২৫ ৯:১০ অপরাহ্ণ
Link Copied!

শারমিন সুলতানা, পলাশ (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর পলাশে ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে নরসিংদী -২ পলাশ সংসদীয় আসনের জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা মার্কার মনোনীত প্রার্থী মাওলানা আমজাদ হোসেন সমর্থিত নির্বাচনি মোটর সাইকেল শোভাযাত্রা করেছেন দলটির নেতাকর্মীরা।

রোজ শনিবার (১৫ নভেম্বর ) ২০২৫ সকালে পলাশ সারকারখানা বাসস্ট্যান্ড থেকে শোভাযাত্রাটি বের করা হয়। এতে হাজারো নেতাকর্মী মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রায় অংশ গ্রহণ করে ।

বাসস্ট্যান্ড থেকে শোভাযাত্রাটি নির্বাচনি এলাকার বিভিন্ন সড়ক ঘুরে পাঁচদোনা মোড়ে গিয়ে শেষ হয়। এতে আগত কর্মী-সমর্থকরা তাদের প্রার্থীকে নির্বাচিত করবেন বলে জানান।

সকালে পলাশ সারকারখানা বাসস্ট্যান্ড চত্বরে এক সংক্ষিপ্ত পথ সভায় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামের নরসিংদী জেলা আমীর মাওলানা মুসলেহ্ উদ্দীন,সহকারী জেনারেল মকবুল হোসাইন, পলাশ উপজেলা আমীর আবুল কাশেম সিকদার, সেক্রেটারি জেনারেল মাসুদ করিম, জেলা শিবিরের সাবেক সভাপতি এডভোকেট লোকমান হোসেন।

নরসিংদী -২ পলাশ সংসদীয় আসনে জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন প্রাপ্ত কেন্দ্রীয় সূরা সদস্য ও নরসিংদী জেলা সেক্রেটারি মাওলানা আমজাদ হোসেনের নেতৃত্বে উক্ত শোভাযাত্রা সুষ্ঠ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।