Nabadhara
ঢাকারবিবার , ১৬ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আলফাডাঙ্গায় গ্যাস সিলিন্ডার লিকেজে ভয়াবহ অগ্নিকাণ্ড চারটি বসতঘর ভস্মীভূত

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
নভেম্বর ১৬, ২০২৫ ২:৫২ অপরাহ্ণ
Link Copied!

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

 

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের ফলিয়া গ্রামে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (১৬ নভেম্বর ২৫) সকাল ১০টা ৫০ মিনিটে এনায়েত মন্ডলের বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে টিনশেডের চারটি ঘরসহ ঘরের মালামাল পুড়ে যায়। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ আনুমানিক ১০ লাখ টাকা বলে জানা গেছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, এনায়েত মন্ডল (৩৫), রবিউল মন্ডল, কালন মন্ডল (৬০) এবং মিজানুর রহমান (৩০) সহ পরিবারের সদস্যরা হঠাৎ আগুন ছড়িয়ে পড়তে দেখে চিৎকার করলে প্রতিবেশীরা দৌড়ে এসে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এক পর্যায়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।

 

খবর পেয়ে আলফাডাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল প্রায় এক ঘণ্টার চেষ্টায় সকাল ১১টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে আলফাডাঙ্গা থানার জরুরি পুলিশ টিম ঘটনাস্থল পরিদর্শন করে। তবে এ ঘটনায় কোনো প্রাণহানি বা আহতের ঘটনা ঘটেনি।

 

 

 

 

অগ্নিকাণ্ডের খবর পেয়ে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক সহায়তার আশ্বাস দিয়ে বলেন,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকেই আগুনের সূত্রপাত। সৌভাগ্যক্রমে কোনো প্রাণহানি হয়নি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হবে। পাশাপাশি গ্যাস সিলিন্ডার ব্যবহারে সবাইকে আরও সচেতন ও সতর্ক থাকতে হবে।

 

পুলিশ জানায়, ঘটনাস্থলে কোনো নাশকতা বা অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়নি। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।