Nabadhara
ঢাকারবিবার , ১৬ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা-বরিমাল মহাসড়কে গাছ ফেলে অবরোধ

Link Copied!

মোঃমিজানুর রহমান, কালকিনি ডাসার(মাদারীপুর)প্রতিনিধি

মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুরে সড়কে গাছ ফেলে সড়ক অবরোধ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের নেতাকর্মীরা ,ঢাকা-বরিশাল মহাসড়কে একাধিক গাছ ফেলে অবরোধ সৃস্টি করেছে ।

আজ রবিবার (১৬ নভেম্বর ) সকাল সারে ৬টা থেকে গোপালপুর এলাকায় শুরু হয় এই অবরোধ। এ সময় মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন কর্মসূচির সমর্থকরা।

এতে প্রায় তিন ঘন্টা মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ থাকে।পরে সকাল সারে ৯টায়র দিকে কালকিনি ও ডাসার থানার পুলিশ এবং ফাযার সাভির্সের কর্মীরা গাছের গুড়ি সরিয়ে ফেললে যান চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয় সূত্রে জানাজায়,শাটডাউন কর্মসূচির নেতৃত্ব দেন কালকিনি উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা চেয়াম্যান মীর গোলাম ফারুক এবং কালকিনি পৌরসভা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাবেক পৌর মেয়র এনায়েত হোসেন হাওলাদার। সকালে গোপালপুর বাসস্ট্যান্ডের উত্তর পাশে তারা ও তাদের কর্মীরা অবস্থান নেন।পরে যন্ত্রের সাহায্যে ১০/১২ টি রাস্তার বড় গাছ কেটে মহাসড়কের বিভিন্ন স্থানে ফেলে দিলে উভয় পাড়ে শতাধিক যানবাহন আটকে পড়ে।

ভোগান্তিতে পড়েন যাত্রী,চালক ও স্থানীয় লোকজন।অবরোধ চলাকালে মহাসড়কের ওপর একটি ভ্যানকে মঞ্চ বানিয়ে নেতা কর্মীরা হ্যান্ড মাইকে বক্তব্য রাখেন। বকতৃতায় তারা শেখ হাসিনাকে হত্যাচেষ্টার ষড়যন্তের প্রতিবাদে এবং ইউনুস সরকারের বিরুদ্ধে কঠোর অবস্থানের দাবি তুলে ধরেন। অবরোধ সফল করায় কর্মীদের ধন্যবাদ জানান দুই নেতা।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনা স্থরে পৌঁছালে বিক্ষোভ কারীরা সরে যায়।পরে ঘাছ সরিয়ে যান চলাচল শুরু হয়। এ ব্যাপারে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন খবর পেয়ে আমি নিজেই ফোর্স নিয়ে সেখানে পৌঁছাই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।