সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
ফেনীর সোনাগাজীতে আওয়ামী লীগ সরকারের আমলে জবরদখল হওয়া জমি উদ্ধারে প্রবাসী বিএনপি কর্মী নুর উল্লাহ গিয়াস ও তার পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলন করেছেন। রবিবার বিকালে পৌর শহরের হারবি কনভেনশন সেন্টারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, সোনাগাজী পৌরসভা ৬নং ওয়ার্ডের তুলাতলী গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম রুহুল আমিনের সন্তান তারা। চরখোয়াজের লামছি মৌজায় ১ একর ২১ শতক ওয়ারিশী জমির মালিক হিসেবে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। জমির দিয়ারা, বিএস ও জমা খারিজ খতিয়ানও তাদের নামে প্রচারিত হয়েছে।
তাদের দাবি, পারিবারিকভাবে বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে কয়েক বছর আগে সোনাপুর গ্রামের দুলাল হোসেন, সুলাখালী গ্রামের আবদুল কাদের মাস্টার ও মো. মনসুরের নেতৃত্বাধীন একটি গোষ্ঠী দলীয় শত্রুতার জেরে জমিটি জবরদখল করে নেয়। সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর পরিবারটি জমি বুঝে নিতে গেলে জবরদখলকারীরা বাধা দেয়।
এ বিষয়ে প্রতিকার চেয়ে প্রবাসী বিএনপি কর্মী নুর উল্লাহ গিয়াস থানায় ও স্থানীয় সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ করেন। সামাজিকভাবে সমাধানের চেষ্টা করলেও জবরদখলকারী পক্ষ বিষয়টি দীর্ঘায়িত করে যাচ্ছে। এদিকে প্রবাসে থাকার কারণে ছুটি শেষ হয়ে গেলে গিয়াসকে বিদেশে ফিরে যেতে হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা জমি পুনরুদ্ধারে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। এতে বক্তব্য রাখেন নুর উল্লাহ গিয়াস, তার বোন বিবি আয়েশা ও বিবি খতিজা।

