Nabadhara
ঢাকারবিবার , ১৬ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সোনাগাজীতে আ.লীগ সরকারের আমলে জবরদখলকৃত জমি উদ্ধারে প্রবাসী বিএনপি কর্মীর সংবাদ সম্মেলন

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
নভেম্বর ১৬, ২০২৫ ৬:০৩ অপরাহ্ণ
Link Copied!

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

ফেনীর সোনাগাজীতে আওয়ামী লীগ সরকারের আমলে জবরদখল হওয়া জমি উদ্ধারে প্রবাসী বিএনপি কর্মী নুর উল্লাহ গিয়াস ও তার পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলন করেছেন। রবিবার বিকালে পৌর শহরের হারবি কনভেনশন সেন্টারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, সোনাগাজী পৌরসভা ৬নং ওয়ার্ডের তুলাতলী গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম রুহুল আমিনের সন্তান তারা। চরখোয়াজের লামছি মৌজায় ১ একর ২১ শতক ওয়ারিশী জমির মালিক হিসেবে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। জমির দিয়ারা, বিএস ও জমা খারিজ খতিয়ানও তাদের নামে প্রচারিত হয়েছে।

তাদের দাবি, পারিবারিকভাবে বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে কয়েক বছর আগে সোনাপুর গ্রামের দুলাল হোসেন, সুলাখালী গ্রামের আবদুল কাদের মাস্টার ও মো. মনসুরের নেতৃত্বাধীন একটি গোষ্ঠী দলীয় শত্রুতার জেরে জমিটি জবরদখল করে নেয়। সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর পরিবারটি জমি বুঝে নিতে গেলে জবরদখলকারীরা বাধা দেয়।

এ বিষয়ে প্রতিকার চেয়ে প্রবাসী বিএনপি কর্মী নুর উল্লাহ গিয়াস থানায় ও স্থানীয় সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ করেন। সামাজিকভাবে সমাধানের চেষ্টা করলেও জবরদখলকারী পক্ষ বিষয়টি দীর্ঘায়িত করে যাচ্ছে। এদিকে প্রবাসে থাকার কারণে ছুটি শেষ হয়ে গেলে গিয়াসকে বিদেশে ফিরে যেতে হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা জমি পুনরুদ্ধারে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। এতে বক্তব্য রাখেন নুর উল্লাহ গিয়াস, তার বোন বিবি আয়েশা ও বিবি খতিজা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।