গোয়ালন্দ ও রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ী-১ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাহারের দাবিতে বিএনপি নেতাকর্মীরা রোববার বিকালে গোয়ালন্দ মোড়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। কয়েক হাজার নেতা-কর্মীর অংশগ্রহণে ঢাকা–খুলনা, ঢাকা–বরিশাল ও রাজবাড়ী–কুষ্টিয়া মহাসড়কে প্রায় ১ ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঘোষিত র্যালি ও আলোচনা সভা থাকলেও হঠাৎ মনোনয়ন পরিবর্তনের দাবিতে নেতাকর্মীরা মহাসড়কে অবস্থান নেন।
বক্তারা অভিযোগ করেন, ঘোষিত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম গত ১৬ বছরে দলের কোনো আন্দোলন, মিছিল-মিটিং বা সাংগঠনিক কর্মকাণ্ডে অংশ নেননি। দলীয় সংকটকালেও তিনি রাজপথে সক্রিয় ছিলেন না বলেও দাবি করেন তারা।
এসময় জেলা ও উপজেলা বিএনপির নেতারা ত্যাগী নেতা কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আসলাম মিয়াকে রাজবাড়ী-১ আসনে পুনঃমনোনীত করার দাবি জানান। তারা বলেন, দীর্ঘদিন ধরে যারা নিপীড়ন-নির্যাতন সহ্য করে দলের হাল ধরে রেখেছেন—মনোনয়নে তাদেরই যোগ্য মর্যাদা দেওয়া উচিত।
এক ঘণ্টা অবস্থান কর্মসূচি শেষে পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় যান চলাচল শুরু হয়।

