Nabadhara
ঢাকারবিবার , ১৬ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে জমি নিয়ে বিরোধে প্রবাসী নিহত, হামলাকারীদের বাড়িতে অগ্নিসংযোগ

ঝিনাইদহ প্রতিনিধি
নভেম্বর ১৬, ২০২৫ ৭:৪৮ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে জমির লিজ সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে মাহবুল হোসেন (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্বজনরা হামলাকারীদের কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ করেছেন।

নিহত মাহবুল হোসেন কম্পোডিয়ার প্রবাসী ও কালা গ্রামের সাবদার বিশ্বাসের ছেলে। তিনি ছুটিতে বাড়ি এসেছিলেন। শনিবার (১৫ নভেম্বর) সকাল ১০টার দিকে সদর উপজেলার পদ্মাকর ইউনিয়নের কালা-লক্ষ্মীপুর গ্রামের মাঠে তার উপর হামলা চালানো হয়।

স্থানীয় ইউপি সদস্য আলম মিয়া জানান, জমি নিয়ে বিরোধের বিষয়টি সমাধান করতে শুক্রবার রাতে স্থানীয় মাতব্বরদের উপস্থিতিতে উভয় পক্ষের সঙ্গে আলোচনা হয়েছিল। শনিবার এ বিষয়ে মীমাংশা হওয়ার কথা থাকলেও উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

জমির মালিক সিরাজ মোল্লার কাছ থেকে লিজ নিয়ে চাষাবাদ করতেন বাটুল বিশ্বাস। সম্প্রতি সিরাজ মোল্লা জমি ফেরত নিতে চাইলে বাটুল বিশ্বাস ফসল না তোলা পর্যন্ত জমি ফেরত দিতে আপত্তি করেন। এ নিয়ে শনিবার সকালে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষের সময় মাঠ থেকে বাড়ি ফিরছিলেন মাহবুল হোসেন। তিনি বাটুল বিশ্বাসের সমর্থক হওয়ায় ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে তিনি মারা যান।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মেহেদী হাসান টিটু জানান, রক্তক্ষরণে তিনি মারা যান।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, জমির লিজ ফেরত নেওয়া নিয়ে সংঘর্ষের জেরে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় প্রতিপক্ষের দুইটি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে।

খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও র‌্যাবের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।