মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
মাগুরা-২ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে একাংশের নেতাকর্মীরা রোববার (১৬ নভেম্বর) বেলা ১১টায় মহম্মদপুর উপজেলার ধোয়াইল-আউনাড়া বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
নেতাকর্মীরা দাবি করেন, ঘোষিত প্রার্থী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর মনোনয়ন বাতিল করে কাজী কামালকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিতে হবে। বিক্ষোভ মিছিলটি আউনাড়া বাজার থেকে শুরু হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা কাজী কামালের ছবি ও বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন এবং ‘মনোনয়ন পরিবর্তন চাই’, ‘তৃণমূলের মতামতের মূল্য দাও’ জাতীয় স্লোগান দেন।
বিক্ষোভে অংশ নেওয়া আক্কাস আলী বলেন, “তৃণমূলের মতামত উপেক্ষা করে মনোনয়ন দিলে দল ক্ষতিগ্রস্ত হবে। যাকে জনগণ চায় না তাকে চাপিয়ে দিলে তৃণমূলের কর্মীদের মনোবল ভেঙে যাবে। এজন্য মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানাচ্ছি।”
এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত খাইরুল ইসলাম জানান, “আমরা সতর্ক অবস্থানে আছি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।”

