Nabadhara
ঢাকারবিবার , ১৬ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় আলাউদ্দিনকে গুলি করে হত্যা

খুলনা প্রতিনিধি
নভেম্বর ১৬, ২০২৫ ১০:৩১ অপরাহ্ণ
Link Copied!

খুলনা প্রতিনিধি

খুলনায় আবারও প্রকাশ্যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। স্ত্রীর সামনেই সালাউদ্দিন মৃধা (৩৫) নামের এক যুবককে গুলি করে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (১৬ নভেম্বর ) সন্ধ্যায় সোনাডাঙ্গা করিমনগর সৈয়দ আলী হোসেন স্কুলের পাশে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সালাউদ্দিন একই এলাকার মনা মুন্সির ছেলে।

সোনাডাঙ্গা মডেল থানার এসআই সুমন হাওলাদার জানান, নিহত সালাউদ্দিন করিমনগর এলাকার ইলোরা বেগমের বাড়ির ভাড়াটে হিসেবে বসবাস করতেন। সন্ধ্যা ৭টার দিকে তিনি স্ত্রীকে নিয়ে বাড়ির বারান্দার সিঁড়িতে বসে কথা বলছিলেন। ঠিক সেই সময় ৬-৭ জন দুর্বৃত্ত বাড়িটিতে প্রবেশ করে সালাউদ্দিনের সঙ্গে কথা বলতে শুরু করে। কিছুক্ষণ পর হঠাৎ তাঁকে লক্ষ্য করে পরপর কয়েকটি গুলি ছোড়া হয়। এর মধ্যে দুটি গুলি তাঁর বুকে ও পেটে লাগে। পরে দুর্বৃত্তরা ধারালো ছুরি দিয়ে তাঁর গলায় আঘাত করে দ্রুত সটকে পড়ে।

ঘটনাস্থলেই সালাউদ্দিনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে। সিআইডিকে জানানো হয়েছে—তারা এসে সুরতহাল ও আলামত সংগ্রহ করবে। তিনটি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।

এসআই সুমন হাওলাদার আরও জানান, সালাউদ্দিন মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন এবং দীর্ঘদিন কারাগারে ছিলেন। মাত্র ১০ দিন আগে তিনি কারাগার থেকে বেরিয়ে দিনমজুরের কাজ শুরু করেছিলেন। তবে হত্যাকাণ্ডের কারণ এখনও পরিষ্কার নয়। তদন্ত শেষে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।

স্থানীয়দের মধ্যে ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ বলছে, ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তে অভিযান চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।