নওগাঁ প্রতিনিধি
নওগাঁর ধামুরহাট থানার আগ্রাদ্বিগুন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেনজির আহমেদকে আটক করেছে ডিবি পুলিশ।
রোববার (১৬ নভেম্বর ) দিবাগত রাত ১০ টার দিকে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন ধামইরহাট থানার অফিসার ইনচার্জ ইমাম জাফর।
আটককৃত প্রধান শিক্ষক বেনজির আহমেদ উপজেলার হযরতপুর গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে ও আগ্রাদ্বিগুন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
থানা সূত্রে জানা যায়, আটককৃত প্রধান শিক্ষক বেনজির আহমেদ আগ্রাদ্বিগুন ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পদে ছিলেন। গতকাল রাত ১০ টার দিকে নিজ বাড়ি থেকে ডিবি পুলিশের অভিযান চালিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসেন। এর আগে ২০২৪ সালে ধামইরহাট থানায় করা নাশকতা মামলায় তাকে আটক দেখানো হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই বিদ্যালয়ের একাধিক শিক্ষক বলেন, আমাদের প্রধান শিক্ষক একজন ভালো মানুষ। প্রতিষ্ঠান পরিচালনা করতে গিয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় করেই প্রতিষ্ঠান পরিচালনা করতে হয়। সে কারণে স্থানীয় কিছু স্বার্থন্বেষী মানুষ আমাদের প্রধান শিক্ষককে ফাঁসিয়েছে।
সত্যতা নিশ্চিত করে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ ইমাম জাফর বলেন, নাশকতা মামলায় বেনজির আহমেদকে আটক দেখিয়ে সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

