Nabadhara
ঢাকাসোমবার , ১৭ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে বিএনপির পথসভা ও বর্ণাঢ্য মিছিল

কালীগঞ্জ(গাজীপুর) প্রতিনিধি 
নভেম্বর ১৭, ২০২৫ ৮:১২ অপরাহ্ণ
Link Copied!

কালীগঞ্জ(গাজীপুর) প্রতিনিধি 

গাজীপুরের কালীগঞ্জে পৌর বিএনপি ও সহযোগী সংগঠন আয়োজিত পথসভা ও নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) বিকেলে কালীগঞ্জ সোনালী ব্যাংক সংলগ্ন খোদেজা শপিং কমপ্লেক্সে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সদস্য সচিব ইব্রাহিম প্রধান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু।

সঞ্চালনায় ছিলেন গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোলেমান আলম, আশরাফী হাবিবুল্লাহ, সাবেক সাংগঠনিক সম্পাদক ফরিদ আহম্মেদ মৃধা, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইয়াছিন মোল্লা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি ইনজামুল হক জাকির প্রমুখ।

পথসভা শেষে খোদেজা শপিং কমপ্লেক্স থেকে একটি বর্ণাঢ্য নির্বাচনী মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবক, যুবদল, শ্রমিক দল, মহিলা দল ও জাসাসসহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।