জয়পুরহাট প্রতিনিধি
শেখ হাসিনার বিরুদ্ধে আদালতের রায় প্রকাশের পর জয়পুরহাটে আনন্দ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীরা। বিকেলে শহরের রেলগেইট স্টেশন সংলগ্ন বিএনপির দলীয় কার্যালয় ও পাঁচুর মোড় থেকে পৃথক মিছিল বের করে তারা।
দুপুর থেকে শহরের রেলগেইট সংলগ্ন দলীয় কার্যালয়ে একত্রিত হতে শুরু করেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বিকেলে রায় ঘোষণার পর তারা আনন্দ মিছিল বের করে। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী মাসুদ রানা প্রধানের নেতৃত্বে একটি মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। অন্যদিকে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ফয়সাল আলীমের নেতৃত্বে আরও একটি মিছিল বের করা হয়।
মিছিলে অংশগ্রহণকারীরা নানা স্লোগান প্রদান করে এবং রায়কে ‘গণতান্ত্রিক চেতনার বিজয়’ হিসেবে অভিহিত করে। মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
এ সময় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, জেলা আহ্বায়ক গোলজার হোসেন এবং যুগ্ম আহ্বায়ক আবদুল ওয়াহাব উপস্থিত ছিলেন।

