রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
খুলনা শিশু হাসপাতালের তত্ত্বাবধায়ক পদে দায়িত্ব পেলেন অভিজ্ঞ চিকিৎসক ও সিনিয়র কনসালটেন্ট ডা. প্রদীপ দেবনাথ। খুলনা শিশু ফাউন্ডেশনের এডহক কমিটির আহবায়ক ও ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মো. ফিরোজ শাহ্ স্বাক্ষরিত এক দপ্তর আদেশে তাঁর নিয়োগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
দপ্তর আদেশে বলা হয়—এডহক কমিটির ১১ নভেম্বরের সভায় উত্থাপিত আলোচ্যসূচির ফলোআপ (ক) এর সুপারিশ এবং ১৩ নভেম্বর অনুষ্ঠিত শিশু ফাউন্ডেশনের সভার আলোচ্যসূচি–৭ এর সিদ্ধান্ত অনুযায়ী হাসপাতালের শূন্য তত্ত্বাবধায়ক পদে ডা. প্রদীপ দেবনাথকে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়েছে।
আগামী ২০ নভেম্বর তিনি নতুন দায়িত্ব গ্রহণ করবেন। খুলনার রূপসা উপজেলার দেবিপুর গ্রামের মৃণাল দেবনাথের পুত্র ডা. প্রদীপ দীর্ঘদিন ধরে শিশুস্বাস্থ্য সেবায় যুক্ত থেকে সুনাম অর্জন করেছেন।
স্বাস্থ্যসেবার সঙ্গে জড়িত অনেকে মনে করছেন, তাঁর যোগদান হাসপাতালের সার্বিক সেবা ব্যবস্থাপনায় নতুন গতি ও মানোন্নয়ন ঘটাবে। খুলনার শিশুস্বাস্থ্য খাতেও এই নিয়োগ ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

