শান্ত বণিক, নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের দরগার বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি অভিযান পরিচালিত হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে সহকারী পরিচালক মো. মাহমুদুর রহমানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বাজারের বিভিন্ন খাদ্য বিক্রয়কেন্দ্র পরিদর্শন করা হয়।
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও বিক্রি, অনিয়মিতভাবে পণ্য সংরক্ষণ এবং দোকানের দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করায় এক মিষ্টি ব্যবসায়ী ও এক মুদী ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় মোট ৫,০০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানে সহায়তা করেন স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. শাহনেওয়াজ, নিরাপদ খাদ্য পরিদর্শক মো. মোবারক হোসেন, এবং নরসিংদী জেলা পুলিশ লাইন্সের পুলিশ ফোর্স।
ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃপক্ষ জানান, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

