Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৮ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুর-৪, মনোনয়ন পেয়ে মাঠে নেমেছেন ধানের শীষের প্রার্থী আখতারুজ্জামান মিয়া

মাসুদ রানা, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
নভেম্বর ১৮, ২০২৫ ৩:৪২ অপরাহ্ণ
Link Copied!

মাসুদ রানা, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর-৪ (খানসামা–চিরিরবন্দর) আসনে জমে উঠেছে নির্বাচনি উত্তাপ। বিএনপির দলীয় মনোনয়ন ঘোষণার পর থেকেই নেতাকর্মীদের মধ্যে নতুন করে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। দীর্ঘদিন পর পছন্দের প্রার্থীকে মাঠে পাওয়ায় তাঁরা ছুটছেন ঘরে ঘরে, চায়ের স্টল থেকে মহল্লা—সবখানেই বইতে শুরু করেছে নির্বাচনের আমেজ।

গত সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭টি আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন। এর মধ্যে দিনাজপুর-৪ আসনে ধানের শীষের মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আখতারুজ্জামান মিয়া।

মনোনয়ন পাওয়ার পরই তিনি দুই উপজেলায় ব্যাপক প্রচার শুরু করেছেন। পথসভা, উঠান বৈঠক থেকে শুরু করে সাধারণ মানুষের খোঁজখবর—সবকিছুর মধ্য দিয়ে নিজের উপস্থিতি টের দিচ্ছেন ভোটারদের।

প্রচারণার এক পর্যায়ে আখতারুজ্জামান মিয়া বলেন, “খানসামা ও চিরিরবন্দরবাসীর কাছে দোয়া ও সহযোগিতা চাই। গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার ফিরিয়ে আনার আন্দোলনে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

নেতাকর্মীরাও প্রার্থীর সঙ্গে থেকেছেন মাঠে–ময়দানে। পোস্টার–ব্যানার, প্রচারসামগ্রী আর স্লোগানে মুখরিত হয়ে উঠছে দুই উপজেলার বিভিন্ন সড়ক ও জনবহুল এলাকা। দিন যত যাচ্ছে, ততই বাড়ছে নির্বাচনী উচ্ছ্বাস।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।