Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৮ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কুলিয়ারচরে সরকারি জায়গা থেকে গাছ কাটার অভিযোগ

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
নভেম্বর ১৮, ২০২৫ ৩:৪৯ অপরাহ্ণ
Link Copied!

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার সালুয়া ইউনিয়ন ৪নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত বাজরা-মাছিমপুর গ্রামের সরকারি রেকর্ডভুক্ত জায়গা থেকে আনুমানিক দুই লাখ টাকা মূল্যের তিনটি গাছ অবৈধভাবে কাটার অভিযোগে এলাকাবাসী কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগটি দাখিল করেন সালুয়া ইউনিয়নের বাজরা গ্রামের বাসিন্দা মো. সারফ উদ্দিন সুপন, আতিকুল ইসলাম, মো. কারিমুল হাসান, শরিফুল ইসলাম ও খোকা মিয়া।

অভিযোগে বলা হয়, সালুয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাজরা-মাছিমপুর খেলার মাঠের পাশের পুরনো সরকারি রাস্তায় থাকা একটি রেইনট্রি, একটি আমগাছ ও একটি জামগাছ প্রশাসনের অনুমতি ছাড়াই মাছিমপুর গ্রামের সিরাজুল ইসলাম, সাইফুল ইসলাম লিটন, নুরুল মনছুর টেনাম ও তানভীর আহম্মেদ বিক্রি করে দেন। গাছগুলো ক্রয় করেন মনোহরপুর গ্রামের গাছ ব্যবসায়ী মো. ফুল মিয়া, যিনি ১ লাখ ১৮ হাজার টাকায় গাছ তিনটি কিনেছিলেন।

তিনি জানান, একটি গাছ কাটার পর আরেকটি গাছ অর্ধেক কাটতেই পুলিশ বাধা দেয়।

সোমবার (১৭ নভেম্বর) তদন্তে ঘটনাস্থলে যান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেফতাহুল হাসান। তিনি কাটা গাছ ও ডালপালা স্থানীয় চেয়ারম্যান মোহাম্মদ কাইয়ুম এর জিম্মায় রাখার নির্দেশ দেন।

মাছিমপুর গ্রামের সাইফুল ইসলাম লিটন গাছ বিক্রির কথা স্বীকার করে বলেন, পূর্বের রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় বিকল্প সরকারি রাস্তা দৃশ্যমান করার জন্য স্থানীয়দের পরামর্শ ও ইউপি চেয়ারম্যান-মেম্বারকে অবহিত করে তিনটি গাছ ১ লাখ ১৮ হাজার টাকায় বিক্রি করা হয়। তিনি সরকারি নিয়ম ভঙ্গ করার জন্য অনুতপ্ত হয়ে প্রশাসনের সিদ্ধান্ত মেনে নেওয়ার কথা জানান। একই বক্তব্য সমর্থন করেন তানভীর আহম্মেদ।
সিরাজুল ইসলাম এ বিষয়ে কোনো বক্তব্য দিতে চাননি।

কুলিয়ারচর থানার ওসি মো. হেলাল উদ্দিন পিপিএম বলেন, ইউএনও এবং এসিল্যান্ডের নির্দেশে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছ কাটা ও নিয়ে যাওয়া বন্ধ করে দেয়। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াসিন খন্দকার জানান, অভিযোগ পাওয়া গেছে। সরকারি সম্পত্তির গাছ নিয়মবহির্ভূতভাবে কাটা হলে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করা হবে। তদন্ত চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।