শান্ত বণিক, নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে ডেঙ্গুর প্রাদুর্ভাব আবারও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে নতুন করে ২৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে, যা গত কয়েক দিনের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি। প্রাইভেট হাসপাতালে কোনো নতুন রোগী শনাক্ত হয়নি।
মঙ্গলবার (১৮ নভেম্বর ২০২৫) নরসিংদী সিভিল সার্জনের কার্যালয় থেকে প্রকাশিত সর্বশেষ তথ্যে জানা যায়, একই সময়ে আন্তঃবিভাগে নতুন ভর্তিকৃত রোগীর সংখ্যাও ২৯ জন। গত ২৪ ঘণ্টায় ছাড়প্রাপ্ত হয়েছেন ১৪ জন। ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
বর্তমানে জেলায় মোট ৭৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ৪২ জন, জেলা সদর হাসপাতালে ১৮ জন এবং মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১ জন রোগী ভর্তি আছেন। রায়পুরায় ১ জন, শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন রোগী চিকিৎসাধীন। বেলাব, পলাশ ও সদর এলাকার প্রাইভেট হাসপাতালে বর্তমানে কোনো ডেঙ্গু রোগী নেই।
চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত নরসিংদী জেলায় চিকিৎসাসেবা নিয়েছেন মোট ১,৩২৩ জন ডেঙ্গু রোগী। এখন পর্যন্ত জেলায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধির এই সময়ে বাসাবাড়ি ও আশপাশের জমে থাকা পানি অপসারণ, মশার প্রজননস্থল ধ্বংস এবং ব্যক্তিগত সতর্কতা অবলম্বন অত্যন্ত জরুরি।

