Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৮ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

রাজবাডীতে ফখরুলবিরোধী স্লোগানে পৌর বিএনপির নেতাকে বহিষ্কার

খন্দকার রবিউল ইসলাম, রাজবাড়ী প্রতিনিধি
নভেম্বর ১৮, ২০২৫ ৪:১২ অপরাহ্ণ
Link Copied!

খন্দকার রবিউল ইসলাম, রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে কুরুচিপূর্ণ স্লোগান দেওয়ার অভিযোগে রাজবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আকমল হোসেন চৌধুরীর কাছে কারণ দর্শানোর নোটিশ জারি করার পর এবার সেই নেতাকে বহিষ্কারাদেশ দিয়েছে রাজবাড়ী জেলা বিএনপি।

সোমবার(১৭ নভেম্বর) দিবাগত রাতে জেলা বিএনপির আহ্বায়ক এড. লিয়াকত আলী বাবু স্বাক্ষরিত একটি নোটিশের মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।

সেখানে উল্লেখ করা হয়, গত রোববার রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকার প্রধান সড়কে অবস্থান নিয়ে রাজবাড়ী-১ আসনের মনোনয়ন পরিবর্তনের দাবিতে পৌর বিএনপির কয়েকজন নেতা-কর্মীকে নিয়ে একটি মিছিল শুরু করেন আকমল হোসেন চৌধুরী। এসময় তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল -বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে অত্যন্ত কুরুচিপূর্ণ স্লোগান দেন বলে অভিযোগ করা হয়।

এ ঘটনায় জেলা বিএনপির পক্ষে তাকে একটি কারণ দর্শানো নোটিশ প্রেরণ করা হয়।

এমন স্লোগানকে নোটিশে “নিন্দনীয়, দলীয় শিষ্টাচারবিরোধী এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গ” হিসেবে উল্লেখ করা হয়েছে। একজন দায়িত্বশীল নেতা হয়েও আকমল হোসেন চৌধুরী অশ্লীল ও কুরুচিপূর্ণ স্লোগান দিয়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন এবং দলীয় শৃঙ্খলার মারাত্মক লঙ্ঘন করেছেন বলেও উল্লেখ করা হয়েছে নোটিশটিতে।

বহিষ্কার নোটিশে উল্লেখ করা হয়েছে, রাজবাড়ী পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আকমল হোসেন চৌধুরীকে ২৪ ঘন্টার মধ্যে (সোমবার) এবিষয়ে  উপযুক্ত কারণ লিখিতভাবে দর্শাইতে বলা হয়।

তিনি লিখিত আকারে কারণ জানিয়েছেন। তবে সে কারণগুলো জেলা বিএনপি’র কাছে উপযুক্ত ও যৌক্তিক বলে মনে হয় নি। তাই তাকে পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক পদসহ স্থানীয় সকল পদ থেকে বহিষ্কার করা হলো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।