আজাহার আলী, বগুড়া প্রতিনিধি
বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল এ্যান্ড কলেজে শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবকদের মহোৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গনে সকলের অংশগ্রহণে সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশ।
শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) বগুড়া সদর গোলাম মাহবুব মোরশেদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বগুড়া ওয়াইএমসিএ একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে এর শিক্ষার মান, আধুনিক সুযোগ-সুবিধা ইতোমধ্যে যথেষ্ট সুনাম অর্জন করেছে। এখানে শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা গ্রহণের পাশাপাশি ভবিষ্যতের জন্য নিজেদের প্রস্তুত করার সুযোগ পায়।
শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের এই সমন্বিত আয়োজন শিক্ষার পরিবেশকে আরও সমৃদ্ধ করবে। শিক্ষা, চরিত্র গঠন, সাংস্কৃতিক চর্চা ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নে এ ধরনের অনুষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বিদ্যালয়ের অগ্রগতি ও শিক্ষার্থীদের সাফল্যের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডী বলেন, শিশুদের সঠিক শিক্ষা ও নৈতিক গুণাবলী গঠনে বিদ্যালয়ের পাশাপাশি পরিবারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষক-অভিভাবকের মধ্যে নিবিড় যোগাযোগ ও সমন্বয় থাকলে শিক্ষার্থীরা সহজেই ভবিষ্যতের যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে পারবে।
আমরা শিক্ষার মানোন্নয়নে কাজ করছি। শুধু একাডেমিক সাফল্যই নয়, নৈতিক শিক্ষা ও সামাজিক মূল্যবোধেও শিক্ষার্থীদের সুদক্ষ করে তুলতে হবে। শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মহোৎসব অনুষ্ঠান কেবল আনন্দ-উল্লাসের নয়, এটি একে অপরের সঙ্গে হৃদয়ের বন্ধন দৃঢ় করার একটি অনন্য সুযোগ। শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মেধা, প্রজ্ঞা ও সৃষ্টিশীলতা বিকাশে এ ধরনের আয়োজন অপরিহার্য।
সংস্থার এজিএস হিউবার্ড রিমন মারান্ডীর সার্বিক তত্ত্বাবধানে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। যেখানে শিক্ষার্থীদের অংশগ্রহণ অনুষ্ঠানকে প্রাণবন্ত ও মুখরিত করে তোলে। উপাধ্যক্ষ মাইকেল আশের বেসরার উপস্থাপনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক পারভীন আকতার সহ শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।
অভিভাবক ও শিক্ষার্থীরা তাদের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, এ শিক্ষা প্রতিষ্ঠানটি শুধুমাত্র পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধ নয়, আলোকিত মানুষ গড়তে বিশেষ ভূমিকা রাখছে। অনুষ্ঠানে কেক কাটা, আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, রাফেল ড্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি অনুষ্ঠানের শুরুতে কেক কাটেন এবং শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

