Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৮ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

তালার পল্লীতে জমিজমা বিরোধে যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
নভেম্বর ১৮, ২০২৫ ৮:২২ অপরাহ্ণ
Link Copied!

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার তালা উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সুব্রত দেবনাথ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে মারার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে তালা উপজেলার গঙ্গারামপুর গ্রামে। মারাত্মক জখম অবস্থায় তাকে তালা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গঙ্গারামপুর গ্রামের অখিল দেবনাথ ও তার ভাই মিহির দেবনাথের সঙ্গে দেব্রত দেবনাথের জমিজমা নিয়ে বিরোধ চলছিল। মঙ্গলবার সকালে দেব্রত জমিতে কাজ করছিলেন, তখন প্রতিবেশী জয় ও তার ভাই বিজয় পেছন থেকে ধারালো হাসুয়া দিয়ে তাকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে।

আহত পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, হত্যার উদ্দেশ্য নিয়ে পেছন থেকে ঘাড় ও মাথায় আঘাত করা হয়। এতে তার মাথা গুরুতর জখম হয় এবং প্রায় ১৮ থেকে ২০ টি সেলাই দিতে হয়।

ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে। স্থানীয় প্রশাসন ও পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এবং আহত যুবকের সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।