আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ঈছাপাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম এবং আলফাডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাবিনা ইয়াসমিন–এর বড় মেয়ে সেঁজুতি আলম ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় (বিজ্ঞান বিভাগ) জিপিএ-৫ অর্জন করেছেন।
সে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে এবারের পরীক্ষা দেয়। এর আগে, ২০২৩ সালে আলফাডাঙ্গা আরিফুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছিল সেঁজুতি।উত্তীর্ণ হওয়ার পর এলাকায় ও শিক্ষক মহলে আনন্দের বন্যা বয়ে যায়।
সেঁজুতির বাবা মোঃ জাহাঙ্গীর আলম বলেন,“আমার মেয়ের এই সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। সে ছোটবেলা থেকেই পড়াশোনায় মনোযোগী। ভবিষ্যতে সে যেন মানুষের মতো মানুষ হতে পারে — এটাই আমাদের আশা।
মা সাবিনা ইয়াসমিন বলেন,সেঁজুতির পরিশ্রম ও আল্লাহর রহমতেই আজকের এই অর্জন। সে যেন আরও উচ্চতায় পৌঁছাতে পারে, সেজন্য সবার দোয়া কামনা করছি।
সেঁজুতি আলম বলেন,আমি সকল শিক্ষকের প্রতি কৃতজ্ঞ। আগামীর পথচলায় আল্লাহ যেন আমাকে আরও ভালো কিছু করার তৌফিক দেন। সকলের কাছে দোয়া প্রার্থী।”

