Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৮ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন সেঁজুতি আলমের

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
নভেম্বর ১৮, ২০২৫ ৯:১২ অপরাহ্ণ
Link Copied!

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ঈছাপাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম এবং আলফাডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাবিনা ইয়াসমিন–এর বড় মেয়ে সেঁজুতি আলম ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় (বিজ্ঞান বিভাগ) জিপিএ-৫ অর্জন করেছেন।

সে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে এবারের পরীক্ষা দেয়। এর আগে, ২০২৩ সালে আলফাডাঙ্গা আরিফুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছিল সেঁজুতি।উত্তীর্ণ হওয়ার পর এলাকায় ও শিক্ষক মহলে আনন্দের বন্যা বয়ে যায়।

সেঁজুতির বাবা মোঃ জাহাঙ্গীর আলম বলেন,“আমার মেয়ের এই সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। সে ছোটবেলা থেকেই পড়াশোনায় মনোযোগী। ভবিষ্যতে সে যেন মানুষের মতো মানুষ হতে পারে — এটাই আমাদের আশা।

মা সাবিনা ইয়াসমিন বলেন,সেঁজুতির পরিশ্রম ও আল্লাহর রহমতেই আজকের এই অর্জন। সে যেন আরও উচ্চতায় পৌঁছাতে পারে, সেজন্য সবার দোয়া কামনা করছি।

সেঁজুতি আলম বলেন,আমি সকল শিক্ষকের প্রতি কৃতজ্ঞ। আগামীর পথচলায় আল্লাহ যেন আমাকে আরও ভালো কিছু করার তৌফিক দেন। সকলের কাছে দোয়া প্রার্থী।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।