আক্তারুজ্জামান বাচ্চু, সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু গ্রেফতার হয়েছেন।
বুধবার ( ১৯ নভেম্বর ) দিবাগত রাতে ঢাকার মোহাম্মদপুরের বাসা থেকে তাকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল।
গ্রেফতারকৃত আমিনুল ইসলাম লাল্টু কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক পদে ছিলেন।
তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলা সদরের মুরারিকাঠি গ্রামের আনারুল ইসলামের ছেলে।
তিনি কলারোয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও পরপর দুইবারের উপজেলা পরিষদের চেয়ারম্যান।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে মুঠোফোনে আমিনুল ইসলাম লাল্টুর ছেলে আরেফিন এ প্রতিবেদককে বলেন, আওয়ামী লীগ করার কারণে তাকে (আব্বু) গ্রেফতার করেছে পুলিশ। কি মামলা দিয়েছে সেটাও জানতে পারেনি উল্লেখ করে তিনি আরো বলেন,আমরা সিএমএম আদালতে অপেক্ষা করছি।

