রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
নির্বাচন আয়োজনকে কেন্দ্র করে সাধারণ মানুষের মনে তৈরি হওয়া শঙ্কা দূর করে আস্থা ফিরিয়ে আনতে সরকার ও নির্বাচন কমিশনকে যথাযথ পদক্ষেপ নিতে হবে—এমন মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ও নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) খুলনায় নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে আয়োজিত প্রাক-নির্বাচনী আঞ্চলিক পরামর্শ সভা শেষে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন। সকালে খুলনা নগরের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয় এই মতবিনিময় সভা।
ড. দেবপ্রিয় বলেন, “আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সাধারণ মানুষের মতামতের আলোকে নাগরিক ইশতেহার তৈরির কাজ চলছে। জনগণের কণ্ঠস্বর রাজনৈতিক নেতাদের কাছে পৌঁছাতে হবে। শুধু ইশতেহারে প্রতিশ্রুতি যুক্ত হলেই তা বাস্তবায়িত হয় না; এজন্য সবারই দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।”
চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, “অর্থনৈতিক সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্দর ব্যবস্থাপনার গতি ও স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক বিনিয়োগ লাগতে পারে। তবে সঠিক সংস্কার ভুল পদ্ধতিতে হলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না। বন্দর ব্যবস্থাপনায় যে অস্বচ্ছতা ও ধীরগতি দেখা যাচ্ছে, তা আমাদের সুফল বঞ্চনার ঝুঁকিতে ফেলছে।”
পরামর্শ সভায় বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় পর্যায়ের নেতা, নাগরিক সমাজের প্রতিনিধি এবং নানা শ্রেণি-পেশার বিশিষ্টজন অংশ নেন। সভায় কর্মসংস্থান বৃদ্ধি, উপকূলীয় মানুষের সুবিধা নিশ্চিত করা, সুন্দরবন রক্ষা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়নসহ বিভিন্ন দাবি উঠে আসে।
নাগরিক সমাজের প্রতিনিধিরা বলেন, দেশে সুশাসন ও মৌলিক সংস্কার প্রতিষ্ঠায় সরকারকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করাও জরুরি।
এই আঞ্চলিক সংলাপ শেষে আয়োজকরা জানান, সাতটি বিভাগীয় শহরসহ গুরুত্বপূর্ণ জেলা সদরে এমন আরও পরামর্শ সভা অনুষ্ঠিত হবে, যেখানে সাধারণ মানুষের মতামত সংগ্রহ করে তা রাজনৈতিক দলগুলোর

